শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে ট্রাক-ফেনসিডিলসহ তিন যুবক আটক

শিবগঞ্জে ট্রাক-ফেনসিডিলসহ তিন যুবক আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে ৪’শ ফেনসিডিল ও একটি মিনি ট্রাকসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটকরা হল- বগুড়ার নিশ্চিন্দ্রা মন্ডলপাড়া গ্রামের মৃত কাশেমের ছেলে জনি মোল্ল া(৩২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহম্মেদ (২৪) ও ছোট কুমিল্লা মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে  সালমান রেজা (২৫)। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর মোড়ে অধিনায়ক রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৪’শ বোতল ফেনসিডিল, একটি মিনি ট্রাকসহ তাদের আটক করেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com