শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন

শিবগঞ্জের বীরমুক্তিযোদ্ধা সোহবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জের বীরমুক্তিযোদ্ধা সোহবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা সোহবুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনারপাড়া গোরস্তানে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়। এর আগে রোববার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনারপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com