বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন

`শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে খেলা হবে ‘

`শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে খেলা হবে ‘

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে খেলা হবে।বাংলাদেশের সবচেয়ে দক্ষ, সৎ, জনপ্রিয় সাহসী নেতা ও সফল কূটনীতিকের নাম হচ্ছে শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি পথ হারিয়ে এখন পদযাত্রা করছে। তাদের পদযাত্রা পাশে বাড়ছে কিন্তু দৈর্ঘে কমছে। শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com