মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৫ পূর্বাহ্ন
আগামী ১৫ মার্চ চালু হচ্ছে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আওতাধীন মিরপুর ১১ ও কাজীপাড়া মেট্রো স্টেশন।
বৃহস্পতিবার দুপুরে প্রবাসি কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
এর আগে গত ১ মার্চ মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন চালু হয়। তারও আগে ফেব্রুয়ারিতে চতুর্থ স্টেশন হিসেবে যাত্রী চলাচলের জন্য চালু হয় ‘উত্তরা সেন্টার’। গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় এই স্টেশন।