নাচোলে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড এ সভার আয়োজন করে। আজ সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মেহের আলী, আব্দুল হক।
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, সরকারি রেশনিং ব্যবস্থা চালু, উৎসব ভাতা বৃদ্ধি, সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসার দাবি জানানো হয়। আলোচনা সভায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নকে ত্বরান্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য সচিব মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন ও সভাপতি রাসেল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শরিফুল ইসলাম।