বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা
বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

সাবাস বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের বিপক্ষে কখনও দ্বিপাক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশ, প্রথমবার দেখা। বড় দলকে বাংলাদেশ প্রথম হারাল, এমন নয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর সুখস্মৃতি এখনও খুব একটা দূরের গল্প না।
কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই জয়টা আলাদা।আর সেই দেখাতেই হয়ে গেলো ইতিহাস।

আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছিল বাংলাদেশ। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাচটিতে এক পরিবর্তন এনেছিল লাল-সবুজের দল। মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

অন্যদিকে এক পরিবর্তন এনেছিল ইংল্যান্ডও। মিরপুরের পিচে স্পিন শক্তি বাড়িয়েছিল ইংলিশরা। সেই জন্য একাদশে অভিষেক করানো হয়েছে রেহান আহমেদকে। ১৮ বছর বয়সী রেহানকে জায়গা দিতে বাদ পড়েছেন মার্ক উড।

টসে জিতে বাংলাদেশ নিয়েছিলো ফিল্ডিং। ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১১৭ রানেই আটকে দেয় টাইগার বোলাররা। বাংলাদেশকে জেতার জন্য প্রয়োজন ছিলো ১১৮ রান।

ওপেন করেন একসাথে লিটন এবং রনি। রানখরা চলছেই লিটনের। আগের ওভারে ক্রিস ওকসের শর্ট বলে চার মেরেছিলেন। এবার স্যাম কারেনের শর্ট বলে তুলে মারতে গিয়েছিলেন লিটন, তবে নিয়ন্ত্রণ ছিল না তেমন। ডিপ মিডোউইকেটে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন ফর্মখরায় ভুগতে থাকা বাংলাদেশ ওপেনার। ৯ বলে ৯ রানেই থেমেছেন তিনি, তৃতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

লিটনের পরেই পরের ওভারে আর্চারের বলে আউট হয়ে ফিরেন রনি তালুকদার ৯ রানে। এখন ব্যাট করছেন শান্ত এবং হৃদয়। শান্ত অপরাজিত আছেন ১০ রান করে এবং হৃদয় আছেন ১ রানে।

অফ স্টাম্পের বেশ বাইরে শর্ট বল, জায়গায় থাকলে হয়তো ইচ্ছামতো খেলতে পারতেন তৌহিদ হৃদয়। তবে জায়গা বানিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিলেন পয়েন্টে। আন্তর্জতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন লেগ স্পিনার রেহান আহমেদ। আগের ওভারে রশিদকে দুই চার মারলেও মাঝে পানি পানের বিরতিতে যেন ছন্দপতন হলো হৃদয়ের। হৃদয় ফিরলেন ১৭ রানে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারানোর পর এসেছিলেন মেহেদী হাসান মিরাজ।

শর্ট বলে আবার সফল আর্চার। বোঝাই যাচ্ছিল, মিরাজকে ‘অ্যাগ্রেসর’ ভূমিকায় পাঠানো হয়েছিল। ১৬ বলে ২০ রান করে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। মিরাজের পর ব্যাটিং এ আসেন সাকিব।

মঈনের শেষ ওভার, সাকিব চড়াও হতে গেলেন তাঁর ওপর। তুলে মেরেছিলেন, লং অফে দাঁড়িয়ে ছিলেন ক্রিস জর্ডান। সাকিব ফিরেন শূণ্য রানে। তারপর নামেন আফিফ।

ওভারের বাকি দুই বল, ক্রিস জর্ডানের উপস্থিতিতে বোলার জফরা আর্চারকে নিয়ে লম্বা মিটিং করলেন জস বাটলার। ঠিক পরের বলে ভাঙল আফিফ হোসেনের স্টাম্প, যে বলের গতি ছিল ঘণ্টায় প্রায় ৯২ মাইল। আফিফ ফিরে গেলেন ২ রানে। আফিফ আউট হয়ে চলে যাবার পর ব্যাটিং এ নামেন তাসকিন।

খেলায় চলছিলো টানটান উত্তেজনা। কে জিতবে কে হারবে তার প্রশ্নে সবাই উন্মুখ। ১৯তম ওভারে প্রথমবারের মতো এসেছিলেন ক্রিস জর্ডান। প্রথম বলে ফাইন লেগ ও স্কয়ার লেগের মাঝ দিয়ে চার মেরেছেন নাজমুল, পরের বলে রেহানের মিসফিল্ডে এসেছে ডাবলস। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তাসকিন আহমেদকে স্ট্রাইক দিয়েছিলেন নাজমুল। অফ স্টাম্পের বাইরে থেকে টেনে তাতে চার মেরেছেন তাসকিন। পরের বলে এক্সট্রা কাভার দিয়ে এসেছে আরেকটি চার, তাতেই সিরিজ জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ।

এদিকে ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই ডেভিড মালানকে ফেরান তাসকিন। এগিয়ে এসে তাসকিনের বলে উড়িয়ে মারতে গিয়ে থার্ডম্যানে হাসানের ক্যাচে পরিণত হন এই ইংলিশ ব্যাটার। ৮ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

মালানের পর ব্যাটিং এ আসেন মঈন আলী। বোলিং এ আসেন সাকিব। ফিল সল্টকে সরে যেতে দেখেছিলেন, সাকিব বলটি করলেন অফ স্টাম্পের ওপর। সে বলে আবার টার্নের সঙ্গে ছিল বাউন্স। ভড়কে গিয়ে সেটিতেই ফিরতি ক্যাচ দিয়েছেন সল্ট। সল্ট ফিরলেন ২৫ রানে।

বাংলাদেশ অধিনায়কের প্রথম আঘাতের পর ক্রিজে আসেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। স্বপ্নের মতো ডেলিভারি! হাসান মাহমুদের ইয়র্কারের জবাব নেই জস বাটলারের কাছে। টানা দ্বিতীয় ম্যাচে হাসানের শিকার ইংল্যান্ড অধিনায়ক, এবার হয়েছেন বোল্ড। পজিশন বদলে চারে এসেছিলেন বাটলার। সাকিবের পর নিজের প্রথম ওভারে এসে সফল হাসানও। বাটলার করেন ৬ বলে ৪ রান। ৫ রানের মধ্যে ইংল্যান্ড হারায় ২ উইকেট।

বাটলার ফেরার পর মঈনের সঙ্গে যোগ দিয়েছিলেন বেন ডাকেট। দুই বাঁহাতির সামনে মিরাজকে আনতে দেরি করেননি সাকিব। আঘাত করতে দেরি করলেন না মিরাজও। লেগ সাইডে সীমানার ওপর দুজন ফিল্ডার থাকলেও স্লগ করেছিলেন মঈন, ডিপ মিড উইকেটে ফিল্ডারের কাছে গেছে সোজা ক্যাচ। আগের ৫ বলে এসেছিল মাত্র দুটি সিঙ্গেল, সে চাপ কমাতে গিয়ে নিজেই ফিরে গেলেন মঈন। মঈন আলী ফিরে গেলেন ১৭ বলে ১৫ রান করে। ৭ রানের মধ্যে ইংল্যান্ড হারাল ৩ উইকেট, ৯ ওভার শেষে ফিরে গেছেন চার জন।

মিরপুরে ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। আবার আঘাত মিরাজের। প্রথম ম্যাচে দলে ছিলেন না। ফিরে এসেই মিরাজ এলোমেলো করে দিলেন ইংল্যান্ডকে! কারেনকে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে দেখে লাইন পরিবর্তন করেছেন মিরাজ, শেষ মুহূর্তে আর নিজের অবস্থান ঠিক করতে পারেননি কারেন। খেলার চেষ্টা করেছিলেন, তবে ব্যাটে-বলে হয়নি। কারেন হয়েছেন স্টাম্পড। ফিরেছেন ১২ রান করে।

কারেনের পর এবার স্টাম্পড ক্রিস ওকসও। সামনে গিয়ে খেলতে গিয়ে মিস করে গেছেন ভেতরের দিকে ঢোকা বলটি, প্রথমদফা ধরতে না পারলেও দ্বিতীয় দফা ধরে স্টাম্প ভাঙার মতো পর্যাপ্ত সময় ছিল লিটনের কাছে। ওকস ফিরেছেন শূণ্য রানে। ২ বলের মধ্যে স্টাম্পড দুজন ইংলিশ ব্যাটসম্যান।

মিরাজের সর্বশেষ শিকার ক্রিস জর্ডান। তুলে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েছেন তিনি। জর্ডান ফিরলেন ৩ রান করে। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিলেন মিরাজ। এখন ব্যাট করছেন বেন ডাকেট ২৮ রানে এবং রেহান আছেন ১১ রানে।

মিড অন থেকে ছুটে গিয়ে ডাইভ দিয়ে ডাকেটের ক্যাচটি দারুণভাবে নিয়েছেন নাজমুল, সিরিজজুড়েই ফিল্ডিংয়ে যিনি নজর কেড়েছেন আলাদাভাবে। অনেক্ষণ ধরে টিকে থাকলেও ডাকেট ইংল্যান্ডকে নিয়ে ছুটতে পারেননি, ২৮ বলে ২৮ রান করেই থেমেছেন।

মোস্তাফিজের শর্ট ও ওয়াইড বলে উইকেটকিপারের হাত থেকে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হয়েছেন রেহান আহমেদও। এবং শেষ বলে প্রায় একইভাবে রান আউট হয়েছেন জফরা আর্চারও। যদিও সেটি ছিল বৈধ ডেলিভারি।

শেষ ওভারে ৩ রান তুলতে ৩ রান হারাল ইংল্যান্ড। ২০ ওভারে ১১৭ রান তুলতেই থেমেছে তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ২০ ওভার ব্যাটিং করে এটিই এখন সর্বনিম্ন স্কোর ইংল্যান্ডের। এর আগে ২০১২ সালে চেস্টার-লি-স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৮ রান তুলেছিল তারা।

সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং পথ হারিয়েছিল শেষ ৫ ওভারে। আজ হারাল প্রথম ১০ ওভারের মধ্যেই। তৃতীয় ওভারে ডেভিড ম্যালান ফেরার পরু মঈন আলী ও ফিল সল্টের জুটিতে শুরুটা আক্রমণাত্মকই ছিল সফরকারীদের। তবে অষ্টম ওভারে সাকিবের বলে সল্ট ফেরার পর থেকেই পথ হারানো শুরু তাদের। এরপর নিয়মিত বিরতিতে পড়েছে উইকেট। ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ জুটিটি ৩৪ রানের।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com