রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

অবহেলা ও অসতর্কতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: মির্জা ফখরুল

অবহেলা ও অসতর্কতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চালকদের অযোগ্যতা, অবহেলা এবং অসতর্কতা সড়ক ও মহাসড়কে প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া সরকার যোগ্যতা যাচাই না করে যেনতেনভাবে চালকদের লাইসেন্স দেওয়ার কারণে সড়ক-মহাসড়কগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সড়কে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হলেও সরকারের সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই।

আজ মাদারীপুরের শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেওয়া শোকবার্তায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস মাদারীপুরের শিবচরে কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ২০ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু ও বহু যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত ও শোকার্ত। এ ধরনের সড়ক দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা নিঃসন্দেহে হৃদয়বিদারক।

মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় বহু মানুষ হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com