বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলিসহ আবদুস ছালাম (২৭) নামে একজনকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে কানসাট ইউনিয়নের গোপালনগর মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নীলফামারীর সৈয়দপুর থানার রসুলপুর বিহারীপাড়া গ্রামের মৃত সলেমানের ছেলে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট ইউনিয়নের গোপালনগর মোড় বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলিসহ ছালামকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, র্যাবের দায়ের করা মামলায় ছালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।