বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা
শিবগঞ্জে চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

শিবগঞ্জে চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

আমের রাজধানী নামে খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার ২১ মার্চ সকাল ১০ টায় এস. এস. সি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ এবং ২৬ শে মার্চ উপলক্ষ্যে বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ একরামুল হক এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু সাঈদ এর সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান মোহাঃ তোজাম্মেল হক, শাহাবাজপুর সোনামসজি ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল মান্নান, ইউপি সদস্য ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান,মুক্তিযোদ্ধো জনাব আফসার সাত্তার, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিদায়ী ও নবীন বরণ শিক্ষার্থীসহ সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথির বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, এ বিদ্যালয়ে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তোমাদের আগমন, সে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে মা-বাবা তোমাদের দিকে চেয়ে আছেন। সে স্বপ্ন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে । নবীনদের শুরু থেকেই সঠিকভাবে আগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মাট বাংলাদেশ এর স্বপ্ন দেখে তা ব্যস্তবায়নের জন্য সকলকে সু-শিক্ষা অজর্ন করতে হবে।এতে করে এগিয়ে যাবে সমাজ। সমাজ এগুলে এগিয়ে যাবে রাষ্ট্র। তাই সকলকে সময় মত ক্লাসে আসতে হবে। নিয়মিত পাঠ শেষ করতে হবে। বিদ্যালয়ের একটি শৃঙ্খলাবিধি রয়েছে। আশা করি সেটা সঠিকভাবে মেনে চলবে, তাহলে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। এবং এই বিদ্যালয়কে মহা বিদ্যালয়ে রুপান্তিত করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। অন্যান্য বক্তারা সকল শিক্ষাথীর্দের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন।পরিশেষে, মোনাজাত পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com