শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে বিনোদপুর কলেজের শিক্ষক কর্মচারীদের বিদায় অনুষ্ঠান

শিবগঞ্জে বিনোদপুর কলেজের শিক্ষক কর্মচারীদের বিদায় অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ  সংবাদদাতা: এক হৃদয়বিদারক পরিবেশের মাধ্যমে  শিবগঞ্জের বিনোদপুর কলেজের ৫জন  অবসরপ্রাপ্ত শিক্ষক  কর্মচারীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে বিনোদপুর কলেজ মিললায়তনে অধ্যক্ষ  সেফাউর রহমানের সভাপতিত্বে  ও রসায়ন বিষয়ের প্রভাষক নাদিম মোহাম্মদ হাসান সোহেলের  সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও কলেজের  সাবেক সাধারণ সম্পাদক মৌলদুল ইসলাম মাস্টার।বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন কলেজের গর্ভনিং বডির সভাপতি ডা:রফিকুল ইসলাম নোভেল, উপধ্যক্ষ তোহরুল আমিন, মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক তোসিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মৌলদুল ইসলাম বলেন, সকল শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী ও গর্ভনিং বডির ঐকান্তিক প্রচেষ্টায় বিনোদপুর কলেজ, বর্তমানে  শুধু শিবগঞ্জ উপজেলায় নয়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে সুনাম অর্জন করেছে, তার ধারাবাহিকতা ধরে রাখার জন্য সকলের প্রতি আহŸান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ডা:রফিকুল ইসলাম  নোভেল বলেন. কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও  কর্মচারীদের  সাথে সুসম্পর্কের মাধ্যমে কলেজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য সার্বক্ষণিক চেষ্টা করবো। তিনি বলেন বিদায়ী শিক্ষক কর্মচারীরা এ কলেজের জন্য অত্যন্ত নিষ্ঠার সাথে  দীর্ঘদিন দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তা আমাদের কাছে মাইল ফলক হয়ে থাকবে।আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক মফিজুল হক(ইতিহাস) তরিকুল আলম(অর্থনীতি) আবুল কাসেম (ব্যবস্থপণা) আব্দুল্লা আম মামুন (প্রদর্শক, মনোবিজ্ঞান) ও  অফিস সহকারী মোসা:নাসিমা বেগমকে কলেজের পক্ষ থেকে  বিভিন্ন ধরনের উপঢৌকন ও এককালীন অবসার ভাতা প্রদান করা হয়। সব শেষে সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com