বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ছয় পরিবারের মাঝে ঢেউটিন প্রদান করা হয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১২ বান্ডিল ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও সাংবাদিক সফিকুল ইসলাম প্রমূখ। রোববার প্রত্যেক পরিবারকে ছয় হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকার চেক প্রদান করা হবে বলে জানান ইউএনও। এর আগে চাল, আটা, চিনি, চিড়া, ডাল, তেল, আলু, লবণ সম্বলিত ৬ বস্তা খাদ্যসামগ্রী দেয়া হয়। এছাড়া দশ ভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করা হয়।