সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতু পারাপারে সবাইকে টোল দিতে হবে। এ তিন সেতুতে টোল অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সেতু বিভাগের নেওয়া এ সিদ্ধান্তের কথা জানিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে গত ৭ মার্চ সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন টোল অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছে। সরকারি বিভিন্ন দপ্তর-সংস্থা ও কর্মকর্তাদের গাড়ি এ তিন সেতুতে টোল অব্যাহতি পেতো। এখন সবাইকে বাধ্যতামূলকভাবে টোল দিতে হবে। এ সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে সেতু বিভাগ থেকে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১২তম বোর্ড সভায় পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্তে আধা-সরকারিপত্রের মাধ্যম মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করা হয়েছে।
এমতাবস্থায়, প্রাপ্ত আধা-সরকারিপত্রের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে বলে চিঠিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।