বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সারওয়ার হোসেন (২০) ও ইসমাইল হোসেন (৫৫) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছী গ্রামের আবদুল মান্নানের ছেলে সারওয়ার ও শ্যামপুর শরৎনগর গ্রামের সান মোহাম্মদের ছেলে ইসমাইল। শিবগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল গণি জানান, রোববার সকাল সাড়ে ৫টার দিকে নিজ শয়ন কক্ষে সারওয়ারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী ও পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। অপরদিকে শিবগঞ্জ থানার উপপরিদর্শক মেসবাহ জানান, সকাল ৮টার দিকে নিজ শয়ন কক্ষে ইসমাইলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুর পৌণে ১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত দুজনই শারীরিকভাবে অসুস্থ ছিলেন।