শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন

শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের দশদিনের প্রশিক্ষণ শুরু

শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের দশদিনের প্রশিক্ষণ শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
‘‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’’ এই প্রতিপাদ্যে- প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) শীর্ষক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একক গৃহের উপকারভোগীদের ট্রেড ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষে দশদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত তর্তিপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও উজিরপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আলকেশ আলী প্রমূখ। প্রশিক্ষণে তর্তিপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ১৭৫ জন নারী-পুরুষ অংশ নেয়। এতে ছাগল, হাঁস-মুরগী, গবাদী পশু, সবজি চাষ ও সেলাই মেশিনের প্রশিক্ষণ দেওয়া হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com