রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে দৈনিক ভিত্তিতে স্বর্ণের দাম আরো কমেছে। বৃহস্পতিবার কার্যদিবস শেষে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০০৬ ডলার ৪৫ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২০১৪ ডলার ৭৯ সেন্ট।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

একইসময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যও নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে ২০২২ ডলারে। কার্যদিবসের সূচনাতে তা ছিল ২০৩৪ ডলার ৭০ সেন্টে।

তবে চলতি সপ্তাহে স্বর্ণের দর বেড়েছে ২ শতাংশেরও বেশি। এ সময়ে আউন্সপ্রতি দাম ২০০০ ডলার ছাড়িয়েছে। সম্প্রতি তেলের উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস। মূলত এতেই মূল্যবান ধাতুটির মূল্য ঊর্ধ্বমুখী হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com