শিবগঞ্জ (চাঁপাাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে হোমিওপ্যয়াথি। চিকিৎসা বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
গত ১০ এপ্রিল কানসাটহোমি চিকিৎসক কল্যাণ সমিতির এর উদ্যোগে কানসাট নিরালা গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে সমিতির সভাপতি ডা.জান মুহাম্মদ সভাপতিত্বে আলোচনায় আংশগ্রহন করেন
সমিতির সহ-সভাপতি রবিউল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক ডা. শামিম উদ্দীন বুলেট,ডা. ইসাহাক আলী, ডা.আজিজুল হক,ডা. মোনয়ারূল ইসলাম সেলিম,ডা. নিমাই কুমার,ডা.আ:হালিম প্রমূখ
আলোচনা সভা শেষে শিবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অসাহায় ও দুংস্থ রুগিদের বিনামূলে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ
উল্লেখ্য : হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান ১৭৫৫ সনে জার্মানীর অন্তর্গত স্যাকস্যানী প্রদেশের মিশন নগরীর পটুয়ার ঘরে জন্ম গ্রহণ করেছিলেন।১৮৪৩ সালে প্যারিসেই মৃত্যুবরণ করেন।