বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নারীদের আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে: স্পিকার

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নারীদের আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে: স্পিকার

আইসিটিকে সর্বাত্মক কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটাতে স্মার্ট নারীদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীরা সহজাতভাবে উদ্যোক্তা। তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নারীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হবেন নারীরা।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় স্পিকার নারীদের অগ্রাধিকার দিয়ে ‘স্মার্ট নারী উদ্যোক্তা’ তৈরির জন্য প্রকল্প নিয়ে ও তা বাস্তবায়ন করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিয়া প্রকল্পের পিডি যুগ্মসচিব মো. আলতাফ হোসেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী উন্নয়নের গণজোয়ার চলছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে নারীবান্ধব প্রকল্প বাস্তবায়ন, ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও অন-লাইন বিজনেসের সুযোগ বেড়েছে। সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান হয়েছে।

অনুষ্ঠানে ৪১ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকার চেক দেন স্পিকার। এসময় তিনি সম্ভাবনাময় উদ্যোক্তাদের অভিনন্দন জানান। আইডিয়া প্রকল্পের আওতায় দুই হাজার জন স্মার্ট নারী উদ্যোক্তাকে অনুদান দেওয়া হচ্ছে। এরই মধ্যে এক হাজার ২৭০ জনকে অনুদানের অর্থ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া, সংসদ সদস্য রত্না আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা, স্মার্ট নারী উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com