বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা
শিবগঞ্জে সহকারী শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক

শিবগঞ্জে সহকারী শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুচ্ছ ঘটনায় এক সহকারী শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক। ঘটনাটি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পুরাতন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক হলেন- নাসির উদ্দিন ও ভুক্তভোগী সহকারী শিক্ষক রুহুল আমিন। এ নিয়ে গত ৩ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই সহকারী শিক্ষক। অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক নাসির উদ্দিন পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হেনস্থা করে আসছে। গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করার জন্য সহকারী শিক্ষকদের নিকট হইতে চাঁদা দাবি করেন প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন খাত হতে অর্জিত আয়ের ফা-ের টাকা আছে কিনা জানতে চাইলে ও ফা-ে টাকা থাকলেও টাকা খরচ করার জন্য পরামর্শ দেন তিনি। তাৎক্ষণিক প্রধান শিক্ষক তার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অপমানমূলক ও হুমকি কথাবার্তা বলে চুপ থাকতে বলেন এবং এ বিষয়ে তর্ক-বিতর্ক সৃষ্টি হলে কোন শিক্ষককেই স্বাক্ষর করিতে দেবে না মর্মে হুমকি দেন প্রধান শিক্ষক।  দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেবে না বলে খাতা তালাবদ্ধ করে রাখেন। শিক্ষকদের খাতা দেওয়ার জন্য অনুরোধ করলে প্রধান শিক্ষক খাতা দেবে না বলে হুমকি দিয়ে চাকরিচ্যুত না হওয়া পর্যন্ত শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করিতে দেবে না বলে সাফ জানিয়ে দেন। তবে প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, হাজিরা খাতাটি আমার বাসায় রেখে এসেছি। দুদিন পর আপনাদের ডেকে দেখাবো। হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে আপনাদের সাথে পরে কথা বলবো। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com