রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বার মোঃ তোজাম্মেল হক শাহবাজপুর ইউনিয়ন এর সকলকে এবং সর্বস্তরের সবাইকে বাংলা নববর্ষের ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে মোঃ তোজাম্মেল হক বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। ঈদের দিন আমরা প্রত্যেকে যে যার সাধ্যানুযায়ী সাজগোজ করে ঈদের ময়দানে হাজির হই দুই রাকাত নামাজ আদায়ের জন্য। এ নামাজ ছোট, বড় ,ধনি,গরীব কিংবা সুস্থ অসুস্থ সবাই আদায় করে থাকে। সাম্য, প্রীতি আর ভালোবাসার এমন নজীর আর কোথাও দেখা যায় না। সাম্য-মৈত্রীর এই অটুট বন্ধন এই নামাজের মধ্য দিয়ে শুরু হয় ঈদে দিনে ।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
পবিত্র ঈদুল ফিতরের আমি সকলের আনন্দ ও কল্যাণ কামনা করছি এবং পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করছি।