শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা গোপালগঞ্জে নানান আয়োজনের মধ্য পালিত হলো পহেলা বৈশাখ আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড নিহত-১, আহত-২
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে—ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে—ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে এবং এটি আমাদের জন্য একটি বড় মুহূর্ত। এছাড়াও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে এই কৃতিত্বের জন্য আমরা সত্যিই গর্বিত বোধ করি। আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের নতুন উপায়ে একটি নতুন পরিস্থিতিতে কাজ করতে চাই, উদাহরণ স্বরূপ, আমরা অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনার জন্য কাজ করছি। যা আমাদের ব্যবসা, বাণিজ্য প্রচারের জন্য নতুন কাঠামো প্রদান করবে। সোমবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিনিয়োগ এবং এই নতুন প্রেক্ষাপটে আমাদের অর্থনৈতিক সম্পৃক্ততার সমস্ত দিক যেখানে বাংলাদেশ এবং ভারত তাদের উন্নত এবং বর্ধিত অর্থনৈতিক সক্ষমতাগুলোকে কাজে লাগাবে তা নিশ্চিত করতে কাজ করব। ভিসা ইস্যুতে তিনি বলেন, আমাদের প্রচেষ্টায় সর্বদা আরও ভাল এবং আরও সুবিধা তৈরি করা হয়েছে। এমনকি আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো আমরা বাংলাদেশে করছি, সেগুলোর নেতিবাচক দিকগুলোকেও উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হচ্ছে এবং উভয় পক্ষের মানুষের প্রকৃত চাহিদা মেটানো। সম্প্রতি আমাদের দুই প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করেছেন। যা উচ্চ গতির মানুষের প্রয়োজনে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। এতে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড এন্ডাট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতসহ অন্যরা। এতে উপস্থিত ছিলেন, সোনামসজিদ কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মামুনুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com