বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:২২ অপরাহ্ন
মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গ্রাম্য দলাদলির জের হিসাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর লুটপাট ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুর দুইটায় নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ০২ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল, চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ফকির, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, কাউন্সিলর নাসির,আওয়ামী লীগ নেতা সুইট মিয়া সহ আওয়ামী লীগের নেতাকর্মী।