শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ছয়দিন বন্ধ থাকবে। এ সময় স্থলবন্দরের আমদানি পণ্য খালাসসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটিসহ ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এ স্থলবন্দরের শুল্কায়ন ও খালাসসহ সব ধরনের আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ছুটি নির্ধারণ বিষয়ে স্থলবন্দর ব্যবহারকারীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ছয়দিন সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৫ এপ্রিল যথাযথ নিয়ম মেনে আবারও সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে।