শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার’

পদ্মা সেতুতে মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার’

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতুতে গাড়ি চলাচল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে মাওয়া প্রান্তে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন।’

তিনি বলেন, ‘অনিয়মের কারণে এর আগে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে। তাই আবারও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৬০ কিলোমিটার গতি, ছবি তোলা থেকে বিরত, দাঁড়ানো থেকে বিরতসহ সবগুলো নিয়মকানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নিয়মভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে। নিয়মভঙ্গকারীর অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সেতুসচিব মো. মনজুর হোসেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সভা শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com