বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন
শিবগঞ্জ উপজেলাসহ মুসলিম জাহানের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।
তিনি বলেন, আমি মুসলিম উম্মাহ’র সকলকে ঈদুল ফিতরের মোবারকবাদ জানাই।
তিনি বলেন, প্রতি বছর মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। আর এই পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
আমরা জানি ঈদ মানে আনন্দ, উৎসব ও আয়োজন। সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন চর্চার মাধ্যমে সবার জীবনে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।
তিনি আরো বলেন, ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে যায় তা হচ্ছে ‘সকলের তরে সকলে আমরা’। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায়, অবিচার ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।
তিনি পরিশেষে বলেন, পবিত্র এই দিনে বাংলাদেশেসহ সারা বিশ্বের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা- এই কামনাই করি।