বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন

দশ ভাইয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় অফিসের শুভ উদ্ধোধন

দশ ভাইয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় অফিসের শুভ উদ্ধোধন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:শিবগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত  দশ ভাইয়া ফাউন্ডেশনের অফিসের উদ্বোধনী আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শিবগঞ্জ মেডিকেল সেন্টার চত্বরে দশভ্ইায়া ফাউন্ডেশনের সভাপতি ডা: মাহফুজ রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আল হাজ মোয়াজ্জেম হোসেন মুন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেল্টা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা: সুফিয়ান আরা বেগম, দশ ভাইয়া ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও ঢাবির রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শামসুল হক ড্যানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদের (বাংকার)সদস্য অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ উদ্দিন, রাজশাহী সরকারী কলেজের সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম শিমুল,ডেল্টা মেডিকেল সেন্টারের আর্থপেডিক চিকিৎসক তাসিকুল ইসলাম তাসিক,শিশু চিকিৎসক শারমিন আক্তার কেয়া। আলোচানা সভা শেষে ডেল্টা মেডিকেল সেন্টারের ভবনে ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোয়াজ্জেম হোসেন মুন্টু।এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের  নবজাতক  ও শিশু চিকিৎসক ও দশ ভাইয়া ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মাহফুজ রায়হান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও দশভাইয়া ফাউন্ডেশনের উপদেষ্টা সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শামশুল হক ড্যানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদের ইউপি সদস্য মইনুর রহমান ও জেম আলি সহ দশ ভাইয়া ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com