বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:২৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় অভিভাবক, যুবক ও কিশোরদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
আরো বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, যুবলীগ নেতা শাহিন আক্তার, শ্রমিক নেতা আলমসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, শহরে সম্প্রতি বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে কিশোরদের জড়িয়ে পড়া এবং হত্যাকা-ের মতো ঘটনায় জড়িয়ে পড়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাই প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি সন্ধ্যার পর বাসা থেকে তারা যেন বের হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সন্তানরা কোন প্রকৃতির ছেলেদের সাথে চলাফেরা করে, সে বিষয়েও অভিভাবকদের সচেতন হতে অনুরোধ জানান তিনি।