বুধবার, ৩১ মে ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৪ প্রহর ব্যাপি ৩৮তম বার্ষিকী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান হয়েছে। বুধবার সন্ধ্যায় মনাকষা কেন্দ্রীয় আদি দূর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে আরও উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি পার্থ সরকার ও সাধারণ সম্পাদক তরুন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগি সংঠনের নেতৃবৃন্দ। লীলা কীর্ত্তন পরিবেশনায় ছিলেন ভারতের উত্তর চব্বিশ পরগনার শ্রীমতি জয়িতা রানী, পাবনার সৈকত ঘোষ, নওগাঁর শ্রীমতি পূর্ণিমা রানী ও রংপুরে হৃদয় চন্দ্র পাল। আগামী শুক্রবার মধ্যরাতে রাস ও শনিবার কুঞ্জভঙ্গ, মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহস্ত বিদায় অনুষ্ঠান হবে।