বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:২৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটালে প্রথম দাগবিহীন এন্ডোসকপি থাইরয়েড সার্জারি করে প্রশংসায় ভাসছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. মাহবুব আলম। এর আগেও তিনি ঢাকায় বাংলাদেশে প্রথম এ অপারেশন করেন। এ বিষয়ে ডা. মাহবুব আলম বলেন, গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। সাধারণত থাইরয়েড সার্জারি করলে ঘাড়ের সামনের দিকে ৪-৬ সেন্টিমিটার দাগ থাকে। তবে এই পদ্ধতির মাধ্যমে অস্ত্রোপচারে কোনো দাগ থাকবে না। ভেস্টিবুলার (ঠোঁটের নিচের অংশ) কেটে এ অস্ত্রোপচার করা হয়। এ পদ্ধতির মাধ্যমে ৮ সেন্টিমিটার পর্যন্ত আকৃতির থাইরয়েড টিউমার অপসারণ করা সম্ভব। অপারেশন-পরবর্তী জটিলতা ও ঝুঁকি কম এবং কণ্ঠস্বরও ভালো থাকে। এই দাগহীন অস্ত্রোপচারের কৌশল বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অস্ত্রোপচার হলে সাত দিনের মধ্যে দাগ সম্পূর্ণভাবে মিলিয়ে যায়। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কোরিয়া, চীনসহ উন্নত রাষ্ট্রে এ অপারেশন নিয়মিত হলেও বাংলাদেশে এবারই প্রথম করা হলো। এ পদ্ধতিতে এরই মধ্যে ১০ জনের অস্ত্রোপচার করা হয়েছে। তাদের সবাই সুস্থ রয়েছেন বলেও জানান ডা. মাহবুব। এ বিষয়ে ম্যাক্স হসপিটাল এর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান ডা. মাহবুব বাংলাদেশে প্রথম এ অপারেশন করেন। এরই ধারাবাহিকতায় তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম বারের মত ম্যাক্স হসপিটালে অল্প খরচে এ জটিল অপারেশন সম্পন্ন করেছেন। আগামীতেও ম্যাক্স হসপিটালে তিনি নিয়মিত এসব জটিল অপারেশন সম্পন্ন করে যাবেন।