শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
চট্টগ্রামে একটি পরিত্যক্ত টায়ার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে নগরীর দেওয়ানহাটে একটি টায়ার গুদামে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শাহজাহান এই তথ্য নিশ্চিত করে জানান, দেওয়ানহাট ব্রিজের নিচে একটি পরিত্যক্ত টায়ারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরনো টায়ারের গুদামে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।