মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা গোপালগঞ্জে নানান আয়োজনের মধ্য পালিত হলো পহেলা বৈশাখ
চাঁপাইনবাবগঞ্জ নিরাপদ আম উৎপাদন, বিপনন ও ক্যালেন্ডার প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ নিরাপদ আম উৎপাদন, বিপনন ও ক্যালেন্ডার প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপনন ও বাজার জাত করণে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন
করে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ।
এ সময় জেলা প্রশাসক একে এম গালিভ খাঁনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মাসুদ
আহমেদ, আঞ্চলিক উদ্যানতত্তা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ, মোঃ ইউসুফ আলী, হর্টিকাচার সেন্টার কল্যানপুরের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ ফাইজুর রহমান, গোমস্তাপুর উপজেলা আম ব্যবসায়ীর সভাপতি
মোহাঃ আলতাব হোসেন, ভোলাহাট উপজেলা আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ  মুনসুর আলী, আম চাষী ও উদ্দ্যেক্তা মোঃ মুনজেরুল আলম মানিক, মোঃ হাসানুল বান্না প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফলের রাজা আম একটি সুমিষ্ট ফল। যা বছরের ৩/৪ মাস স্থায়ী হয়। কিন্তু বিগত কয়েক বছরে প্রশাসনের বেঁধে দেয়া আম পাড়ার সময়
সূচী মানতে গিয়ে অনেক আম চাষী ও উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন জাতের আম পাকলে তবেই সময় মতো গাছ থেকে পেড়ে বাজারজাত করার দাবী জানান আমচাষীরা। আম পরিপক্ক হলে তবেই গাছ থেকে পাড়তে হবে। এছাড়া জেলার একেক স্থানে আমের ওজনে ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে অনেক আম চাষী ক্ষতিগ্রস্ত হন। এসব বিষয়ে প্রশাসনের মনিটরিং টিমকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান উদ্দ্যোক্তারা।
এদিকে সকলের মতামত পর্যালোচনা শেষে আমচাষী, কৃষক, উদ্যোক্তা ও আম রফতানিকারকদের দাবির প্রেক্ষিতে আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত দুই বছরের ন্যায় এবারও আম পাড়ার ক্যালেন্ডার বা সময়সূচি নির্ধারন থেকে সরে আসেন প্রশাসন। ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন বিপনন ও বাজার জাত করণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই
সীদ্ধান্ত নেয়া হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভাসহ জেলার বিভিন্ন উপজেলার আমচাষী, কৃষক,উদ্যোক্তা ও রফতানিকারকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com