শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
সুনামগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

সুনামগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

 

স্টাফ রিপোর্টারঃ

শস্যভাণ্ডার খ্যাত সুনামগঞ্জের হাওর অঞ্চলে উৎপাদিত বোরো ধান সরকারিভাবে সংগ্রহ-২০২৩ উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রবিবার (৭ মে ) সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভিডিও কনফারেন্সে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ধান ও চাল কেনার কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।

উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, কৃষিবান্ধব সরকার। তিনি সব সময় হাওরাঞ্চলের কৃষকদের কথা ভাবেন, তারা কীভাবে ভালো থাকবেন, সেই চিন্তা করেন।

কৃষকদের কথা চিন্তা করে এ বছর বাড়তি দাম দিয়ে হাওরের কৃষকদের কাছ থেকে ধান কিনছে সরকার, যাতে কোনো সিন্ডিকেটের দ্বারা কোনো কৃষক প্রতারিত বা হয়রানির শিকার না হন। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের খাদ্যের যোগান কিন্তু কৃষকরাই দেন।

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্,পৌর মেয়র নাদের বখত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক বিমল চন্দ্র সোম,। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম ভূঞা, হাজী আবুল কালাম, মো: জিয়াউল হক,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু কপাল দাস সহ স্থানীয় কৃষক, মিলার মালিক ও জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ সংশ্লিষ্ট অনেকে।

সুনামগঞ্জ থেকে এ বছর সরকার ১৭৪৮৩ মেট্রিক টন ধান কিনবে, ৯৬৭৬ মেট্রিক টন চাল কিনবে। সময় সীমা ৭ মে থেকে ৩১ আগষ্ট পর্যন্ত। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩০টাকা প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৪ টাকা। সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলা সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, দিরাই, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলার কৃষকেরা এ্যাপের মাধ্যমে ধান ক্রয় করতে পারবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com