রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন
ফিলিস্তিনের ইসলামিক জিহাদ (পিআইজে) রকেট উৎক্ষেপণ বাহিনীর প্রধানকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। খবর বিবিসি।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলায় আরও দু’জন ব্যক্তি। সামরিক বাহিনী বলেছে তারাও জঙ্গি ছিল।
গাজা থেকে রকেট ও মর্টার ছোড়ার পর দক্ষিণ ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার, জঙ্গিরা ইসরায়েলে ৫০৭টি রকেট ও মর্টার নিক্ষেপ করেএবং ইসরায়েল গাজায় ১৫৮টি পিআইজে লক্ষ্য করে আঘাত করেছে।
মঙ্গলবার সকাল থেকে গাজায় ২৭ নিহত এবং ৭৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১০ জন বেসামরিক নাগরিকও রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে বুধবার রকেটের আঘাতে গাজায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। যদিও ফিলিস্তিনি সূত্র দ্বারা এটি নিশ্চিত করা হয়নি। ইসলামিক জিহাদ জানায় অভিযোগটি সম্পূর্ণ ভুল।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যদিও আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।