বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন

শিবগঞ্জে দুই মাসের শিশুর দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

শিবগঞ্জে দুই মাসের শিশুর দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসুস্থ ফেরদৌসী বেগমকে আর্থিক সহায়তা দিয়ে তার দুই মাসের শিশু ছেলের দায়িত্ব নিলেন চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা। সোমবার সকালে চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে ফেরদৌসী বেগমের বাড়ি গিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় তিনি বলেন, শরিফুল-ফেরদৌসি দম্পতির ঘরে সম্প্রতি একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু শিশুটির মায়ের ক্যান্সার হওয়ায় ঠিকমতো দুধ পাচ্ছিল না। খবর পেয়ে তার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করে শিশুটির লালন পালনের দায়িত্বভার নেওয়া হয়। ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com