শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদে মহিলা আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
এসময় তিনি শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা উপবৃত্তি, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়াসহ বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ অন্যান্য ভাতার কথা উল্লেখ করেন এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে উপস্থিত ছিলেনÑ কমিটির সদস্য তসিকুল আলম, প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ ও ছাত্রীদের মায়েরা।
সমাবেশে মেয়েদের অল্পবয়সে বিয়ে না দিতে এবং ইভটিজিংয়ের ব্যাপারে মায়েদের সচেতন থাকার বিষয়ে আলোচনা করা হয়।