শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর মহিলা ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এর উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। রসুলপুর মহিলা ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, মাদ্রাসার সাধারণ সম্পাদক আলী হোসেন এবং সদস্য ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আহসান কবির টুটুল, সদস্য আবদুল লতিফ ও কোষাধ্যক্ষ রকিবুল ইসলামসহ অন্যরা। এ সময় শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন।