শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ অপরাহ্ন

শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা প্রতিরোধে গড়ে তুলতে ছাত্র/ছাত্রী, অভিভাবক, সমাজের স্থানীয় ব্যক্তি ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সোমবার সকালে শিবগঞ্জ উজিরপুর আদর্শ কলেজে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর Strenthening Social & Behavoiur Change Project আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

উজিরপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আলকেস উদ্দীন সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুর ইউপি চেয়ারম্যান দুরুল হুদা, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের পরিচয় বাল্যবিবাহের সার্বিক পরিস্থিতি উপস্থাপন করে।

বক্তব্যে বলেন বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পর্যায়ের কমিটির কার্যক্রম সক্রিয় ও জোরদার করলে বাল্যবিবাহ প্রতিরোধে একটি মাইলফলক তৈরী করা সম্ভব হবে।। এমনকি বালবিবাহ নিরোধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গণমাধ্যমকর্মীরা স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রতি আহাব্বান জানান ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com