শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের মূল গেট ও সীমানা প্রচীরের কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকালে উদ্বোধন করেন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলোমগীর রেজা।
এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ সহ বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ , ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা বলেন,আমি দাইপুখুরিয়া ইউনিয়নবাসীর ভোটে নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে বর্তমানে ইউনিয়ন পরিষদ ক্লোজ সার্কিট ক্যামেরা মাধ্যমে মনিটরিং করা হয় এছাড়াও আজ ইউনিয়ন পরিষদের মূল ফটকের গেট সীমানা প্রাচীরের উদ্বোধন করা হলো।আমি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি সকল জনসাধারণকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করছি এবং করে যাব ইনশাল্লাহ।