মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

ঢাকা সহ সব বিভাগে অতিবৃষ্টি, সারাদিন অব্যাহত থাকার সম্ভাবনা

ঢাকা সহ সব বিভাগে অতিবৃষ্টি, সারাদিন অব্যাহত থাকার সম্ভাবনা

দেশজুড়ে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। রাজধানীতে সকাল ৯টা পর্যন্ত ১৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটিকে অতি বৃষ্টি বলছেন তারা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকায় আজ থেমে থেমে দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের ছয় বিভাগে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলায় অতি বৃষ্টি হচ্ছে। এটি সারা দিন অব্যাহত থাকতে পারে।’

এই আবহাওয়াবিদ জানান, সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল, সেটি বহাল থাকবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com