শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে পুলিশের এসআই আতোয়ার রহমান ও স্থানীয় সূত্র জানান, সোমবার বিকেল ৫টার দিকে কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় রেললাইনের ওপর বসেছিলেন ওই যুবক। এসময় রাজশাহী হতে রহনপুরগামী কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই আতোয়ার রহমান সোমবার রাত ৮টায় বলেনÑ নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।