সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

শিবগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাত বছরের এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মদুল আলী (৩১) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ২৮ জুন উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে- গত ২৮ জুন বিকেলে বামুনগাঁও গ্রামের মদুলের বাড়িতে আমড়া যায় ওই শিশুসহ দুজন। এ সময় কৌশলে সাত বছরের ওই শিশুটিকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং অপর তিন বছরের শিশুটি পালিয়ে যায়। সাত বছরের শিশুটির চিৎকারে ঘটনাটি জানাজানি এলাকাবাসীর হাতে লাঞ্ছনার শিকার হন মদুল। মঙ্গলবার বামুনগাঁও এলাকায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেন এবং শিবগঞ্জ থানা পুলিশে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ বামুনগাঁও এলাকা থেকে মদুলকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় বুধবার শিশুটির মা বাদি হয়ে মদুলকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। দুপুরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com