রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড

ভারতে শিরোপা হাতছাড়া করেছে ইংল্যান্ড। শঙ্কায় পড়েছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অংশগ্রহণও। শঙ্কার মেঘ উড়িয়ে আইসিসি টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে ইংলিশরা। তাদের দাপুটে জয়ে শেষটায় সান্ত্বনা জয়ও পায়নি পাকিস্তান। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ৯৩ রানের হার দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাবর আজমরা।

লিগপর্বে দুই দলের শেষ ম্যাচে সেমিফাইনালে খেলার একটি ক্ষীণ সম্ভাবনা ছিল পাকিস্তানের। সেক্ষেত্রে প্রথমে ব্যাটিং করতে হতো বাবরদের। কিন্তু টস হেরে ফিল্ডিং পায় তারা। কার্যত তাতেই সেমির রেস থেকে ছিটকে যায় পাকিস্তান। টস জিতে প্রতিপক্ষের সর্বনাশ করার পর ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় পাকিস্তানের ইনিংস থামে ২৪৪ রানে।

ইংল্যান্ডের পাঁচ বোলার- ডেভিড উইলি (৩/৫৬), আদিল রশিদ (২/৫৫), গাস আটকিনসন (২/৪৫), মঈন আলি (২/৬০) এবং ক্রিস ওকস (১/২৭) ৪৩.৩ ওভারে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন আঘা সালমান। বাকিদের কেউ ছুঁতে পারেনি ৪০ রানের কোটা। এক কথায়, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছে পাকিস্তান।

টেবিলের ষষ্ঠ স্থানে থেকে অভিযান শেষ করেছে পাকিস্তান। ৯ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ৮ পয়েন্ট। তাদের পরের স্থানেই আছে ইংল্যান্ড। গত আসরের চ্যাম্পিয়নদের অর্জন ৬ পয়েন্ট।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com