শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা আর ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোনার আটপাড়ায় পালিত হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নিপা,
, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান,
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা প্রেসক্লাব,
উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
পরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়৷