মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

শিবগঞ্জে স্বপ্ন সুপার শপের উদ্বোধন

শিবগঞ্জে স্বপ্ন সুপার শপের উদ্বোধন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩মার্চ ) বিকালে শিবগঞ্জ থানা মোড়ে ফিতা কেটে নতুন স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশেদুল আলম প্রমুখ।

শিবগঞ্জ শাখার স্বপ্ন সুপার শপের ইনচার্জ রবিউল ইসলাম নয়ন খান বলেন ,স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরণের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে।

এছাড়াও স্বপ্নের নতুন শপটি উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ক্রেতারা বলেন, শিবগঞ্জে এই প্রথম সব ধরনের পন্য একই ছাদের নিচে এটা অভাবনীয় বিষয়। যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিষ্ঠানটি যাতে আগামী দিনে সুন্দর ভাবে চলে সেই দোয়া করি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com