মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাজ্জাদুল হাসান মনসুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে ) দুপুর সাড়ে ১২টার মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের ক্লাস নেন। এছাড়া তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়ালেখা, খেলাধুলা সহ বিভিন্ন উপদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, মনসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ