মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনার কয়রা উপজেলার ২নং বাগালী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলাউদ্দিন হোসেন, আতিয়ার রহমান, ইউসুফ আলী, বনিউল ইসলাম, শাহ-আলম, মোঃ আয়ুব আলী, রেশমা খাতুন,হেনা পারভীন, ডরব্ ইভলভ্ প্রজেক্ট এর পিসি প্রতিভা বিকাশ সরকার, উপজেলা কো-অর্ডিনেটর পিন্টু দাস, ডরব্ এর বাগালী ইউনিয়ন দায়িত্ব পালনকারী সুফিয়া পারভীন, ইভলভ্ প্রজেক্টের উপজেলার দায়িত্ব পালনকারী হারুনার রশিদ প্রমুখ।
সভায় উপস্থিত নাগরিক ও সুশিল সমাজের প্রতিনিধিগন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তার মধ্যো উল্লেখযোগ্য হলো সকল বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন রাখা, ইউনিয়নের রাস্তার দুই পাশে বৃক্ষ রোপন কর্মসূচি , নারী উন্নয়নে নারীর দক্ষতা বিষয়ে প্রশিক্ষন ও বেকার যুবকদের আইটি প্রশিক্ষণ ইত্যাদি বিষয় তুলে ধরেন।