রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাল্যবিবাহ বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে জুলাই বৃহস্পতিবার বেলা ১০ টায় শিবগঞ্জ পৌর এলাকার মড়োল টোলা গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর প্যানেল মেয়র ২ আজিজুল হক, সাবেক কমিশনার মিজানুর রহমান,প্রজেক্ট ম্যানেজার উত্তম কুমার মন্ডল , নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা ওর্মি , স্কুল-কলেজের শিক্ষক ও সুধী সমাজের প্রতিনিধি,সাংবাদিকসহ স্থানীয় কয়েক’শ নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। বাল্য বিয়ের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা । জনসাধারণ বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হলে প্রতিরোধ করা সম্ভব।