শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, প্রক্টরিয়াল বডি এবং আবাসিক হলগুলোর প্রভোস্টসহ প্রশাসনের কর্তাব্যক্তিদের পদত্যাগের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেধে দেয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পরেও পদত্যাগ না করায় আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (০৯ আগস্ট) বেলা ১২টায় আলটিমেটামের সময় শেষ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর দুপুর ১টায় জুমার নামাজের জন্য দেড় ঘণ্টা বিরতি দিয়ে দুপুর আড়াইটা থেকে ফের শুরু হয় আন্দোলন কর্মসূচি। এ সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ‘কোটা আন্দোলন’ কর্মসূচি চলাকালে চবি ছাত্রলীগের অনুসারীরা শিক্ষার্থীদের ওপর নৃশংসভাবে হামলা চালায়। এসব ঘটনার ব্যবস্থা না নেয়ায় প্রক্টরিয়াল বডিকে এবং সাধারণ শিক্ষার্থীদের তাড়িয়ে দিয়ে ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডারদের আবাসিক হলে আশ্রয় দেয়ায় সব হল প্রভোস্টদের এবং এসব বিষয়ে নীরব ভূমিকা পালন করায় ভিসি ও প্রো-ভিসি (একাডেমিক ও প্রশাসনিক)-কে আজ দুপুর ১২টার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা।