শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

রাজশাহীতে খালেদা জিয়া জন্ম দিন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ

রাজশাহীতে খালেদা জিয়া জন্ম দিন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : খালেদা জিয়া জন্ম দিন উপলক্ষে রাজশাহী মহানগরীর ১৬ নং ওয়ার্ডে বসবাসকারি সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির শ্রমিক নেতা রনি তাদের সঙ্গে বিজয় দিবসের সুভেচ্ছা বিনিময় করেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজশাহী মহানগরী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভকেট শফিকুল হক (মিলন) এর নির্দেশে সম্প্রতি, শান্তি ও বাংলাদেশ বির্নিমানের গড়ার লক্ষে সন্ধ্যার পর মথুর ডাঙ্গা (সুজানগর) এলাকায় সনাতন ধর্মে প্রধান সুবাস এর সঙ্গে দেখা করে জননেত্রী খালেদা জিয়ার জন্মদিন এবং বিজয় দিবসের সুভচ্ছা জানান। এসময় শ্রমীক নেতা রনি তাদের মা বোনদের মাঝে শাড়ি বিতরণ করেন ও তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। দেশের এই উদ্ভব পরিস্থিতে তাদের উপর কোন হুমকি বা সমস্যা আছে কিনা জানতে চান।

সনাতন ধর্মের এই এলাকার প্রধান সুবাস বলেন, বহু দিন থেকে আমারা এই এলাকায় বসবাস করছি। আমাদের কেউ হুমকি দেয়নি। যেহুতু আমরা অন্য ধর্মের একটু ভয় করছিলাম, দেখলাম না এখানকার মুসলিম ভাইরা আমাদের মন্দির, পাড়া পাহাড়া দিছে তখন থেকে আমাদের মনে যে সঙ্কা ছিল তা দুর হয়ে গেছে।

শ্রমিক নেতা রনি বলেন, দেশ আজ স্বাধীন হয়েছে, স্বৈরাচার, খুনি শেখ গণ আন্দলনে হাসিনার পতন হয়েছে, এর জন্য দেশের বহু মানুষ শহীদ হয়েছে। আজ আমরা স্বাধীন। আমাদের কথা বলার অধিকার ছিল না। আজ আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি।

তিনি আরও বলেন, আপনরা জনেন না দেশ স্বাধীন হওয়ার পর আমি রাতে ঘুমায় না কারণ আমার নিজ এলাকায় আদীবাসী ও সনাতন ধর্মে মানুষ রয়েছে। দেশে আইনশৃঙ্খলা ভাল না, নিরাপত্তার জন্য কোন পুলিশে নেই। যার ফলে নিজে উদ্যেগে প্রতিদিন আমি রাতে তিন/চার বার করে আপনাদের এলাকায় আসি। আপনাদের পাহাড়া থাকি, যাতে করে কোন সমস্যা না হয়। আপনারা হয়তো এ কথা জানেন না। সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব।

শেখ হাসিনা প্রায় কথা কথায় বলে আপনারা সংখ্যা লঘু, আমি বলি না, এ দেশের মানুষকে ভাগ করবেন না, আমার সাবাই বাংলাদেশী। আপনারা সবাই আমার ভাই। এটা ধর্ম নিরাপক্ষ দেশ প্রত্যেক সম্প্রায়ের মানুষ স্বধান ভাবে বসবাস করার অধিকার কয়েছে।

পরে রাত ৯টায় বখতিয়ারাবাদ এলাকায় কেক কেটে জননেত্রী খালেদা জিয়ার জন্ম দিন পালন করেন। এসময় বিএনপির শ্রমিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com