শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার লোকেরাই তো আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে, আমরা বানাইনি।’ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলার ১৫ জন শহীদের পরিবারকে নগদ দুই লাখ টাকা করে অনুদান দেন ডা. শফিকুর রহমান।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘আগামীতে কেউ যেন আবার এ দেশের মানুষের ওপর স্বৈরাচারী ব্যবস্থা চাপিয়ে দিতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কারা ক্ষমতায় যাবে আর কারা যাবে না ফায়সালা করবে আল্লাহ রাব্বুল আলামিন।’
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব রয়েছে। তারা আওয়ামী বাকশালীদের হাত থেকে একটি বিধ্বস্ত দেশ পেয়েছে। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন সংস্কারসহ দেশের প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক সময় প্রয়োজন। এই সময় দিতে দেশের মানুষ প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবৎ সমাজে ন্যায়বিচার ও ইনসাফ বলে কিছু না। দেশের মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে হবে। জামায়াত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’ ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণবিপ্লবে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছে। অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এই বীর সংগ্রামীরা আমাদের আমানত। তাই যেকোনো সমস্যায় আমাদের সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াতে হবে।’