শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

প্রতিপক্ষের হামলায় সিংড়ায় সুকাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গুরুত্বর আহত

প্রতিপক্ষের হামলায় সিংড়ায় সুকাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গুরুত্বর আহত

সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামে বিএনপি প্রোগ্রাম শেষে লোকজন নিয়ে বাড়ি ফেরার পথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হান্নান আহমেদ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, হান্নান তার লোকজন নিয়ে বেলোয়া গ্রামে প্রোগ্রাম শেষে দলীয় নেতাকর্মী নিয়ে নিজ গ্রাম বামিহাল আসেন। সেখানে এসে পৌছলে মৎস্যজীবি দলের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আ: কুদ্দুস সহ তার লোকজন তাকে পথরোধ করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে হান্নান কে ঘিরে হাতুড়ি দিয়ে এলোপাথারি আঘাত করে সটকে পড়ে। পরে আহত এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।

সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com